How to Verify Your Account: Online Income BD
কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই না করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। দুই ভাবে আপনি আপনার একাউন্ট ভেরিফাই করতে পারেন। 1. Instant verify 2. Manual account verification
Manual account verification এর জন্য আপনার I'd card, পাসপোর্ট, driving licence বা birth certificate থাকতে হবে। আপনাকে এ গুলোর যে কোন একটা সিলেক্ট করতে হবে verify এর জন্য। এর পরে তার ছবি তুলে দিতে হবে এবং একটা ছবি আপনি I'd card হাতে করে তুলে দিবেন।
আর যদি আপনি এভাবে account verify করতে না চান বা আপনার এই ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনি Instant verify করতে পারেন। Instant verify করার জন্য আপনাকে 2 ডলার দিতে হবে। তাহলে আপনার একাউন্ট সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে।
কি ভাবে টাকা ইনকাম করতে পারেন?: Online Income BD
এই Online taka Income BD ওয়েবসাইট থেকে দেশের অনেক মানুষ প্রচুর টাকা ইনকাম করছে। প্রতি দিন নতুন নতুন কাজ আসছে সবাই সেটা করতেছে। এই ওয়েবসাইট থেকে মূলত আপনি ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি বেশ কিছু মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। যেমন play and earn থেকে চাকরি ঘুরিয়ে টাকা ইনকাম করতে পারেন। টিকেট কিনে যদি আপনি লটারিতে জিতেন তাহলে বেশ কিছু টাকা পুরস্কার পাবেন আপনার বন্ধুদের কাছে রেফার করে টাকা ইনকাম করতে পারেন। আরো বেশ কিছু মাধ্যমে এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
Jobs Type: Online Income BD
বেশিরভাগ micro job website এ যে সব কাজ থাকে এই ওয়েবসাইটেও ঠিক সেই সব কাজই আছে। যেমন Kyc Submit, youtube subscribe করা, website ভিজিট করা এবং ads ক্লিক করা, Instagram ফলো করা বা লাইক দেওয়া, Gmail create করা, এমন অনেক কাজ আছে। কি কি কাজ করা যায় দেখার জন্য আপনি "Find Jobs" পেজে থেকে "select categorie" তে ক্লিক করুন। সব কাজের লিস্ট দেখতে পাবেন। আপনি যে কাজ করতে ইচ্ছুক সেটা উপর ক্লিক করে apply করে দেন।
কিভাবে কাজ করতে হবে: work up job
আপনি যদি আমাদের উপরে বলা নির্দেশ মেনে একাউন্ট তৈরি করে থাকেন তা হলে আপনার work up job এর প্রোফাইল এ login করার পেরে বাম পাশের মেনু তে দেখতে পাবেন "Find Jobs" আছে। ওখানে ক্লিক করলে আপনি জব পেজে চলে আসবেন। এখানে আপনি সব কাজ এর লিস্ট দেখতে পাবেন। job title পড়ার পরে আপনার যে জব করার ইচ্ছা হবে সেই জব এর উপরের ক্লিক করলেই ঐ কাজ এর পেজে চলে আসবে।
আমি ধরেই নিচ্ছি আপনি একটা "website visit and ads click" জব সিলেক্ট করলেন। এর পরে আপনাকে job description ভালো করে পড়ে নিতে হবে। কিভাবে কাজ করতে হবে? কি জমা দিতে হবে এই সব কিছু এখানে লেখা থাকবে। আপনাকে সেটা পড়ে নিতে হবে। এর পর ঐ instructions অনুযায়ী কাজ করতে হবে।
কিভাবে কাজ জমা দিতে হবে : work up job
কাজ এর প্রমাণ জমা দেওয়ার জন্য আপনাকে ঐ কাজের পেজে আবার আসতে হবে যে কাজ আপনি করেছেন। নিচের দিকে "required proof " এ কি কি জমা দিতে হবে সেটা লেখা থাকে। আপনি সেটা দিবেন। যদি screenshots দিতে বলে তাহলে আপনি নির্দিষ্ট screenshots দিয়ে submit করে দিবেন।
কাজের status দেখবেন কিভাবে: Online Income BD
আপনি যে কাজটি করে জমা দিলেন সেটা approve হলো কি না বা কেন approve হলো না সেটা জানার জন্য আপনাকে মেনু থেকে "My Work" এ ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার সব কাজ দেখতে পাবেন। আর যে সব কাজ approve হয়েছে সেগুলো দেখতে পাবেন।
খেলে টাকা ইনকাম: Online Income BD
এই Online Income BD ওয়েবসাইট থেকে আপনি spin করেও টাকা ইনকাম করতে পারবেন। যদিও এভাবে খুব বেশী টাকা ইনকাম করা সম্ভব নয়। তবুও এভাবে দেখতে চাইলে মেনু থেকে play and earn এ ক্লিক করুন। তার পরে spin এ ক্লিক করে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করতে পারেন।
টিকেট থেকে ইনকাম: Online Income BD
লটারি ধরে টাকা ইনকাম করতে চাইলে আপনি মেনু থেকে "Ticket" এ আসবেন তারপর আপনি এখান থেকে ইচ্ছা অনুযায়ী টিকেট কিনতে পারবেন।
এখানে প্রতি 2 দিন পর একটি করে টিকেট ড্র ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে সেরা পাঁচটি টিকিটধারীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হল 10$, দ্বিতীয় পুরস্কার হল 5$, তৃতীয় পুরস্কার হল 3$, চতুর্থ পুরস্কার হল 2$ এবং পঞ্চম পুরস্কার হল 1$ এই টাকা আপনার earning ব্যালেন্সে যোগ হয়৷ আপনি প্রতিদিন সর্বোচ্চ 10000 টি টিকিট কিনতে পারবেন। যদি একই অবস্থানে একাধিক মানুষ থাকে তাহলে সবাই থাকলে সবাই পুরস্কৃত হবে। আপনি চাইলেই এভাবে টাকা ইনকাম করতে পারবেন।
রেফার করে ইনকাম: Online Income BD
আপনি work up job থেকে আপনার বন্ধুদের রেফার করেও টাকা ইনকাম করতে পারবেন। যারা টাকা ইনকাম করতে আগ্রহী তাদের কাছে আপনার রেফার লিঙ্ক শেয়ার করলে তারা আপনার লিঙ্ক থেকে একাউন্ট করলে আপনার কিছু টাকা ইনকাম হবে।
কেউ যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট active করেন তাহলে আপনি আপনার Earning ব্যালেন্সে সাথে সাথে 0.10$ বোনাস পাবেন।
আপনি এই টাকা ইনকাম ওয়েবসাইট এ আপনার বন্ধুদের রেফার করে আরও বেশি টাকা উপার্জন করতে পারেন। আপনার রেফার লিঙ্ক থেকে একাউন্ট করে যদি কেউ এই সাইটে ডিপোজিট করে তাহলে আপনি আপনি প্রতিটি ডিপোজিটে 5% রেফারেল কমিশন পাবেন এবং প্রতিটি সম্পন্ন করা কাজের রেফারেল থেকে আপনি 1% টাস্ক কমিশন পাবেন।
কাজ দিয়ে ইনকাম: Online Income BD
আপনি যদি আর একটু smartly চিন্তা করতে পারেন তা হলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে ডিপোজিট করে অন্যকে কাজ দিয়েও টাকা ইনকাম করতে পারবেন। আমি এখানে সব বলবো না। কয়েকটা উপায় বলে দেই, আপনার যদি কোন youtube channel থাকে তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে একদম আসল subscribers নিতে পারেন। দেখা যায় কিছু apps এ রেফার করলে টাকা দেয় সেগুলোতে একাউন্ট তৈরি করবেন তার পর ঐ apps এর রেফার কিনতে পারবেন এই ওয়েবসাইট থেকে। এখানে লাভ হলো আপনি কম দামে রেফার কিনে বেশী টাকা ঐ apps থেকে রেফার কমিশন উপার্জন করছেন।
আরো অনেক উপায় আছে এই ওয়েবসাইট থেকে কাজ দিয়ে টাকা ইনকাম করার। আপনাকে সেগুলো খুজে বের করতে হবে। আমি এই ওয়েবসাইটে নিয়মিত কাজ করাই।
কিভাবে জব পোস্ট করবেন: Online Income BD
আপনি যদি জব পোস্ট করতে চান তাহলে আপনাকে আগে ডিপোজিট করতে হবে। আমি ধরেই নিচ্ছি আপনি কিছু টাকা এই ওয়েবসাইটে ডিপোজিট করেছেন। তাহলে জব পোস্ট করার জন্য মেনু থেকে post new job এ যেতে হবে। এর পরে আপনি আপনার job লোকেশন সিলেক্ট করবেন। তার পরে আপনার কাজ এর ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
এর পরে next এ ক্লিক করে job information এ যেতে হবে। এখানে আপনাকে আপনার job title দিতে হবে। আপনার কাজ করার জন্য কি কি করতে হবে সেটা খুব ভালো করে লিখতে হবে। এবং কাজ শেষ করে কি proof জমা দিতে হবে সেটাও দিতে লিখে দিবেন আপনি। তার পরে জব এর জন্য যদি কোন ছবি দিতে চান তাহলে সেটা দিয়ে next এ ক্লিক করবেন।
এখানে আপনার কাজ এর বাজেট অনুযায়ী সব কিছু পূরণ করবেন। যেমন আপনার কত জন্য worker দরকার সেটা worker need এর মধ্যে লিখবেন। Each worker earn এর মধ্যে একজন worker একটা কাজ এর জন্য কত টাকা পাবে সেটা দিতে হবে। যদি এই কাজ এর প্রমাণ হিসেবে কোন screenshots এল দরকার হয় তাহলে সেটা দিতে হবে। এবং বাকি information দিয়ে submit job এ ক্লিক করে কাজ পোস্ট করতে হবে। এর পরে যদি আপনার কাজ এর মধ্যে সব কিছু ঠিক থাকে তাহলে সেটা ওয়েবসাইটে দেখাবে আর যদি কোথাও ভুল হয় তাহলে সেটার কারণ সহ রিজেক্ট হয়ে যাবে।
কিভাবে জব approve করবেন : work up job
আপনার জব approve করার জন্য আপনাকে বাম মেনু থেকে "My Jobs" এ ক্লিক করতে হবে। তার পরে আপনার কাজ যারা যারা করেছে তাদের লিস্ট দেখতে পাবেন আপনি। এর পরে আপনি একটা একটা করে সব কাজ check করবেন। আপনি যা যা প্রমাণ চেয়েছেন সেগুলো ঠিক করে দিয়েছে কি না। যদি না দিয়ে থাকে তাহলে আপনি unsatisfied দিবেন এবং কেন আপনি unsatisfied তা লিখে দিবেন। আর যদি সব কিছু ঠিক থাকে তা হলে satisfied দিয়ে দিবেন।
প্রমোট করবেন কিভাবে: Online Income BD
আপনার যদি কোন কোম্পানি থাকে বা কোন ভিডিও promote করতে চান এই Online Income BD ওয়েবসাইট থেকে তা হলে মেনু থেকে advertisement এ ক্লিক করবেন। তাহলে আপনি আপনার ad পোস্ট করার সমস্ত Info দেখতে পাবেন। আপনার ads এর টাইটেল, Description এবং কত দিন এটা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে পাবেন। যত বেশী দিন এই ওয়েবসাইটে আপনার ad দেখাতে চান তত বেশী টাকা আপনার খরচ করতে হবে। এবং সব শেষে আপনার ads এর image দিয়ে ad post করে দেওয়ার জন্য submit এ ক্লিক করবেন। তাহলে আপনার ডিপোজিট balance থেকে নির্দিষ্ট টাকা কেটে নিয়ে আপনার ads দেখাবে।
কিভাবে ডিপোজিট করবেন : work up job
এই ওয়েবসাইট থেকে কাজ দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই ডলার ইভেন্ট করতে হবে। ইভেন্ট করার জন্য মেনু থেকে 'Deposit' এ ক্লিক করতে হবে। এর পরে আপনি এই পেজে ডিপোজিট করার জন্য চারটি অপশন পাবেন। 1. Instant deposit 2. Card payment 3. Payeer 4. Earning to deposit
আপনি যদি বিকাশ বা নগদ থেকে ডিপোজিট করতে চান তা হলে Instant deposit এ ক্লিক করবেন। তাহলে দিতে পাবেন ডলার একাউন্ট এ আপনি কত টাকা পেমেন্ট করতে চান সেটা দিবেন। এর পরে continue payment এ ক্লিক করে বিকাশ বা নগদ থেকে আপনি টাকা ডিপোজিট করবেন।
Card payment এ ক্লিক করে আপনি কার্ড এর মাধ্যমে payment দিতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনার যাবতীয় information দিতে হবে। তার পরে কত টাকা ডিপোজিট করতে চান সেটা dollar এ দিয়ে continue to payment থেকে আপনার কার্ড সিলেক্ট করে সব info দিয়ে payment সম্পন্ন করবেন।
Payeer একাউন্ট যদি আপনার থাকে তা হলে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন। payeer থেকে ডিপোজিট করার জন্য আপনাকে এর উপরের ক্লিক করতে হবে তার পর আপনি payeer একাউন্ট কোর্স কপি করে আপনার payeer থেকে ডলার send করে দিবেন। তার পরে এখানে এসে যত ডলার send করেছেন সেটা বসিয়ে দিয়ে, transition ID বসিয়ে দিয়ে place Payment এ ক্লিক করবেন।
আপনি যদি আপনার ইনকাম করা টাকা থেকে ডিপোজিট করতে চান তাহলে আপনাকে ডান দিকের Earning to deposit এ ক্লিক করতে হবে। আপনার ইনকাম করা যদি 1 ডলার এর বেশি থাকে তা হলে যত ডলার আপনি ডিপোজিট এ নিতে চান সেটা দিবেন। দেওয়ার পরে convert এ ক্লিক করবেন তা হলেই আপনার ইনকাম করা টাকা deposit এ চলে আসবে। [ডিপোজিট থেকে Earning এ টাকা নেওয়া যায় না]
Online Income BD payment Bkash / Nagad 2023 : work up job
আপনি তো এই ওয়েবসাইট সম্পর্কে সব কিছু জেনে নিলেন এবার আমরা জনব এই ওয়েবসাইট থেকে কিভাবে টাকা বিকাশ বা নগদ একাউন্ট এ নিয়ে আসতে হয়।
টাকা তোলার জন্য ডান পাশের প্রোফাইল আইকন এ ক্লিক করলে নিচের দিকে দেখবেন "Wallet" অপশন আছে ওখানে ক্লিক করুন। এবার আপনি আপনার ইনকাম করা সব টাকা এখান থেকে তুলতে পারবেন। টাকা তোলার জন্য আপনাকে payment gateway সিলেক্ট করতে হবে।
বিকাশে সর্বনিম্ন 5 ডলার হলেই তুলতে পারবেন আর Admin fee হলো 18% আর নগদে 19%
বিকাশ অথবা নগদ সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বার দিবেন এর পর কত টাকা তুলতে চান সেটা ডলার এমাউন্টে দিবেন। এই সাইটে 1 ডলারে 100 টাকা পাবেন। এর পরে আপনি withdraw তে ক্লিক করবেন। 12 ঘন্টার মধ্যেই টাকা আপনার একাউন্টে চলে আসবে।