আর্টিকেল লিখে মাসে ৭০,০০০ টাকা | Online Income BD by Writing Article

 আর্টিকেল লিখে মাসে 1000$ আয় করার ১১ উপায় | Online Income BD by Writing Article. 

Online Income BD by Writing Article
আর্টিকেল লিখে মাসে 1000$ আয় করা



Online Income BD by Writing Article 

আজকের ব্লগ পোস্ট এ সবাইকে স্বাগতম ❤।

আসা করি সবাই ভালো আছেন। 

আজ আমি বলবো কিভাবে আপনি ভালো আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। 

আর্টিকেল লিখে কত টাকা ইনকাম করতে পারবো না পারবো তা দেখার আগে আমাদের জানতে হবে আর্টিকেল আসলে কি?


What is article?

Google এ " Online Income BD by Writing Article " টাইপ করে এই সাইটের আসলে আপনি অবশ্যই জানেন যে আর্টিকেল কি। তাও আরো একবার সহজ করে একবার বলছি, বিভিন্ন website এ যে বিভিন্ন টপিক এ লেখা থাকে সেগুলোই হলো আর্টিকেল। এর থেকে সহজে আমি আর বলতে পারবো না। online Income BD টপিক এ এর আগে বেশ কিছু আর্টিকেল লিখেছি কিন্তু দেখে নিবেন।



আর্টিকেল লিখে ইনকাম এর উপায়:

আর্টিকেল লিখে যে মাসে 1500 ডলারের বেশী ইনকাম করা যায়, এটা আর গোপন কিছু না। বাংলাদেশের অনেকেই মাসে 2000 ডালারের বেশী ইনকাম করতেছে। 

শুধু মাত্র বাংলা আর্টিকেল লিখেই। আর যদি English এ আর্টিকেল লিখতে পারেন তাহলে তো কথাই নেই। আপনার এক এর বেশী যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ইনকাম আরো বেশী হবে।



1. Google adsense থেকে ইনকাম 

বর্তমান সময়ে দ্বারিয়ে ব্লগার দের প্রধান ইনকাম মাধ্যম হচ্ছে google adsense. আবার বলতে পারেন একটা website এর প্রথম ইনকাম মাধ্যম হলো google অ্যাডসেন্স। ওয়েবসাইট এ ভিজিট করলে উপরে নিচে, আর্টিকেল এর মধ্যে যে বিজ্ঞাপন দেখানো হয়, সেই বিজ্ঞাপন থেকেই মূলত ইনকাম জেনারেট করে ওয়েবসাইট অনার। 

একটা ওয়েবসাইট এ যদি মোটামুটি পোস্ট ভালো কিছু আর্টিকেল থাকে,  তাহলে মাসে 700-1000 ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব। শুধুমাত্র google adsense থেকেই। আর যদি এক এর বেশী ওয়েবসাইট নিয়ে কাজ করেন তা হলে তো কথাই নেই। 15,00 থেকে 2,000 ডলার পর্যন্ত হবে শুধুমাত্র Google adsense থেকেই। আমার কথা গাল গল্প মনে হলে আপনি গিয়ে youtube এ সার্চ করেন, "adsense earning proof " লিখে। 


2. আর্টিকেঈল বিক্রি করে

অন্যদের কাছে আর্টিকেল বিক্রি করে ইনকাম করা। আচ্ছা আর্টিকেল বিক্রি করবেন কীভাবে? বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে এমন অনেক সাইট আছে যেখান থেকে আর্টিকেল কিনে নিতে হয়। আপনার কাজ হবে ঐরকম একটা সাইট তৈরি করে আর্টিকেল বিক্রির চেষ্টা করা। 

এতে সব থেকে বেশী লাভ। তবে প্রথম দিকে খুব বেশী বিক্রি হবে না। website তৈরি করে প্রোপার SEO করতে হবে। তার পর নিজেই দেখতে পাবেন আর্টিকেল এর চাহিদা কতোটুকু। আবার ওয়েবসাইট তৈরি করে 40-50 টা আর্টিকেল লিখে, তার পর ওয়েবসাইট সহ একটা ভালো দামে বিক্রি করে দিতে পারেন। empire flippers থেকে ঘুরে আসতে পারেন, দেখার জন্য যে ওয়েবসাইট গুলো কত দামে বিক্রি হচ্ছে।


3. আর্টিকেল রাইটিং সার্ভিস বিক্রি করে ইনকাম 

আর্টিকেল রাইটিং সার্ভিস বিক্রি করে কীভাবে ইনকাম হয়? তা দেখে নেই। নিজের আর্টিকেল লেখার skill টাকে সার্ভিস হিসেবে অন্যের কাছে বিক্রি করতে হবে। এক্ষেত্রে আপনি Fiverr.com বা Upwork.com এ দেখতে পারেন, আর্টিকেল বিক্রি করে মানুষ কত টাকা ইনকাম করছে। [Image]

Fiverr থেকে random এক জনের গিগ থেকে হিসাব করে দেখেন, কত টাকা সে শুধু seo friendly আর্টিকেল লিখে ইনকাম করেছে। Image

4.আর্টিকেল লেখার জব

বর্তমানে প্রায় সব ধরনের company ডিজিটাল দুনিয়ায় পা দিচ্ছে। বা ডিজিটাল দুনিয়াতেই কোম্পানি গড়ে উঠতেছে। যখনি কোন কোম্পানি ডিজিটাল দুনিয়ায় আসে তখন তাদের আর্টিকেল writers hire করতে হয়। 

এই সুযোগ কাজে লাগিয়ে online income করতে পারবেন bangladesh এর বসেই। 

অনলাইন এ চোখ রাখলে এমন অনেক জব অফার দেখতে পাবেন। 


5. আর্টিকেল সহ সাইট বিক্রি করে ইনকাম 

আর্টিকেল সহ ওয়েবসাইট বিক্রি করেও চাইলে আপনি ইনকাম করতে পারেন। বেশ কিছু আর্টিকেল ওয়েবসাইট এ publish করে, সেই সাইট এ google adsense বা affiliate এর মাধ্যমে মনিটাইজড করে, বিক্রি করবেন। এমন ওয়েবসাইট বাংলাদেশের বাজারে 50 থেকে 60 হাজার টাকায় প্রতিদিন বিক্রি হচ্ছে। হতে আমার ব্যাক্তিগত মতামত থাকবে, 

English এ আর্টিকেল লিখে International মার্কেটে বিক্রি করা। তাহলে একটা ওয়েবসাইট খুব সহজেই 50,000 ডলার বা ৪৭০০০০০ টাকায় বিক্রি করতে পারবেন। সত্যিই এত দামে website বিক্রি হচ্ছে নাকি দেখার জন্য এই লিঙ্ক এ ক্লিক করে দেখে আসুন। 


6. লোকাল বিজ্ঞাপন থেকে ইনকাম 

লোকাল বিজ্ঞাপন থেকেও ভালো মানের ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথম আলো টাইপ নিউজ পেপার বা জনপ্রিয় ওয়েবসাইট এ যদি যান, তাহলে দেখতে পাবেন লোকাল বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন তারা দেখাচ্ছে। 

google ad এর পাশাপাশি তার sponsored অ্যাড দেখিয়ে একটা ভালো ইনকাম করছে। sponsorship পাওয়ার জন্য খুব ভালো করে SEO জানতে হবে। আপনার ওয়েবসাইট এ যখন অনেক ভিজিটর আসবে তখনই আপনার sponsorship পাওয়া শুরু হবে। sponsorship থেকে ইনকাম সাধারণত অনেক বেশী হয়।


7. কোর্স বিক্রি করে ইনকাম 

আপনি যদি একজন ভালো আর্টিকেল writer হতে পারেন তো আপনি আপনার অভিজ্ঞতা অন্যের কাছে বিক্রি করতে পারেন। আর্টিকেল রাইটিং কোর্স বিক্রি করে খুব ভাল ইনকাম করা সম্ভব। 

আমাদের দেশের অনেকেই online income এ আগ্রহী, তাদের কাছে আপনার আর্টিকেল Writing কোর্স বিক্রি করতে পারেন। SEO এর মাধ্যমে বা অ্যাড রান করে আপনার কোর্স marketing করতে পারেন। 


8. ব্যাকলিংক সেল করে ইনকাম 

যারা আর্টিকেল rank করাতে চায় তাদের ব্যাকলিংক দরকার হয়। ব্যাকলিংক লিংক কি সেটা অনেকেই জানেন। বিশেষ করে যারা SEO কোর্স করেছেন তারা তো জানবেন। 

আমি আর একবার ছোট্ট করে বলেদিচ্ছি, অন্য কারো ওয়েবসাইট এ আমার লিংক থাকাটাই হচ্ছে ব্যাকলিংক। 

আপনার যদি একটা ভালো ওয়েবসাইট থাকে তা হলে, আপনি ব্যাকলিংক সেল করে ইনকাম করতে পারবেন। 


9. Affiliate marketing 

প্রায় সব বড় বড় ওয়েবসাইট তাদের নিশ রিলেটেড প্রোডাক্ট এর affiliate marketing করে থাকে।

Affiliate marketing কি? Affiliate marketing হলো অন্য কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম। প্রতিটা প্রোডাক্ট বিক্রি করলে fixed amount বা নির্দিষ্ট পার্সেন্ট কমিশন দেয়। সেখান থেকেই মূলত ইনকাম হয়।


আমার এখানে দেখানো হয়েছে নয়টা মাধ্যম। আর্টিকেল লিখে ইনকাম করার জন্য। প্রতিটি বিষয়ের ওপর আবার বিস্তারিত অনেক কিছু বলা যায়। কিন্তু এখানে সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা সম্ভব নয়।


SEO ছারা সব অচল:

আমি এতক্ষণ ধরে যে নয়টা টপিক নিয়ে কথা বললাম তার সব কিছুর মুলে হচ্ছে SEO. এসইও ছারা আপনার ওয়েবসাইট বা আর্টিকেল থেকে ইনকাম এর সপ্ন সপ্নই থেকে যাবে।

ওয়েবসাইট এর প্রান বলা হয় ভিজিটর কে। আর এই Competition এর দুনিয়ায় ভিজিটর পাওয়ার জন্য seo অবসই অবসই লাগবে। SEO শিখতেই হবে।

বাংলাদেশে seo শিখতে চাইলে অনেক অপশন পাবেন। অনলাইন এ যদি SEO নিয়ে একটু সার্চ করেন। কিছুক্ষণ পরেই SEO Course এর অ্যাড এসে আপনার ফিড ভরে যাবে। 

তার মধ্যে "100 টাকায় সাতটি কোর্স " টাইটেল দেওয়া অ্যাড ও আছে। 

কিন্তু প্রশ্ন আসে হচ্ছে কম টাকায় ভালো কোর্স কই পাবো? আমাদের যেহেতু এখনো ইনকাম শুরু হয় নি তাই টাকাও কম হবে এবং কাজও ভালো করে শিখাবে এমন SEO Course খুঁজি। 

এমন হলে 10 minute School এর SEO কোর্স ভালো হবে বলে আমার ধারনা। 

10 minute school এর কোর্স আমার ব্যাক্তিগত পছন্দের তালিকায় থাকার কারন হলো এর সুন্দর সিস্টেম এর জন্য। 



শুধু SEO বা Search Engine Optimization-এর মাধ্যমে গুগল সার্চ থেকে একটি ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব। একটি নির্দিষ্ট বিষয়ে অসংখ্য ওয়েবসাইট থাকায় কেবল সঠিকভাবে SEO প্র্যাকটিস মেনে চলা ওয়েবসাইটগুলোই গুগলের সার্চ ইঞ্জিনে প্রাধান্য পায়। বেশিরভাগ মানুষই গুগল সার্চ রেজাল্টের দ্বিতীয় পেজ ভিজিট করে না বলে SEO-এর নিয়মগুলো মেনে ওয়েবসাইটকে অপটিমাইজ করা প্রয়োজন। প্রতিযোগিতার এই যুগে তাই ওয়েবসাইট মালিকদের কাছে SEO বিশেষজ্ঞদের রয়েছে উচ্চ চাহিদা।


ধরুন, আপনি একজন ব্যবসায়ী যিনি ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য বিক্রি করেন। অথবা, আপনি হয়ত ব্লগ লিখে সেখানে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আয় করতে চান। হতে পারে আপনি একজন ছাত্র বা সদ্য গ্র্যাজুয়েট, যিনি SEO শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং-এ। কিন্তু SEO কী বা কাকে বলে তা ছাড়া আপনি আর তেমন কিছুই জানেন না। হয়ত আপনি বিস্তারিত শেখার জন্য একটি ভালো SEO Course খুঁজছেন, কিন্তু বেশিরভাগ SEO Course এত দীর্ঘ যে ধৈর্য নিয়ে শেষ করা বেশ কঠিন। তাই একটি ভাল SEO ট্রেনিং খুঁজে পাওয়া বেশ কঠিন যা আপনাকে মার্কেটিং- এ দক্ষ করে তুলবে।

এখানে ক্লিক করে 10 minute school এর কোর্স কিনুন-


This Blog Topic

Online Income BD by Writing Article
What is article?
আর্টিকেল লিখে ইনকাম এর উপায়:
SEO ছারা সব অচল




Soyaib Hossen
Soyaib Hossen I am a student of computer science. And I love blogging.

Post a Comment

advertise
advertise
advertise
advertise